
স্পোর্টস আপডেট ডেস্কঃ বর্ণবাদ বিতর্কে আবারও উত্তাল হয়ে উঠেছে ইউরোপিয়ান ফুটবল। এবার বর্ণবাদের বিতর্কে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও ইস্তানবুল বাসাকসেহির মধ্যকার ম্যাচটি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ঘরের মাঠে ম্যাচটি রীতি অনুযায়ী শুরু হয়। শুরু থেকেই গোলের চেষ্টা চালাতে থাকে দুই পক্ষ।
ম্যাচের ১৪ মিনিটের মাথায় মাঠের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ দেখা যায় ইস্তানবুলের ডাগ আউটে। এরপর তুরস্কের দলটির এক কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়।
এক পর্যায়ে দলটির হয়ে খেলা সেনেগাল জাতীয় দলের স্ট্রাইকার ডেম্বাবা অভিযোগ করেন ফোর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্বরত সেবাস্তিায়ান কলতেসকু তাকে ‘নিগরো’ বলেছেন। এতেই সাইডলাইনের সামনে রোমানিয়ান এই রেফারির দিকে তেড়েও যেতে দেখা যায় চেলসি-নিউক্যাসেলের হয়ে খেলা এই তারকাকে।
এমন অভিযোগের ভিত্তিতে বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ ছিল। এরপর দুই দলই মাঠ থেকে বিদায় নেয়।
ম্যাচটি পুনরায় শুরু হবে আজ রাত ১১ টা ৫৫ মিনিটে। সেখানে ম্যাচ পরিচালনার জন্য থাকবে থাকবে না আগের ম্যাচের কোনো রেফারি।
বিষয়টি নিয়ে টু্ইট পোস্ট করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান, ‘আমরা নিঃশর্তভাবে খেলাধুলাসহ সব ক্ষেত্রে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে।’