
বিনোদন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্ব নিয়ে নতুন গান করেছেন সংগীতশিল্পী রাত্রি চৌধুরী। আসছে বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে গানটি করেন তিনি। গানের শিরোনাম ‘শেখ হাসিনা’।
গানটি লিখেছেন জুলফিকার জায়েদি, সুর ও মিউজিক করেছেন মাহমুদ সানী। রাত্রি চৌধুরীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ১৬ ডিসেম্বর গানের ভিডিওসহ এটি প্রকাশ হবে।
গানটি প্রসঙ্গে রাত্রি বলেন, আমরা শিল্পীরা দেশের গান করতে সব সময়ই ভালোবাসি। আর আমাদের দেশটি সফলভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সফলতার কথা যখন আসে, তখন প্রধানমন্ত্রীর নামও সবার আগে চলে আসে।
তিনি আরও বলেন, সংস্কৃতিপ্রিয় প্রধানমন্ত্রী সবসময় শিল্পীদের পাশে আছেন। তাই তার প্রতি ভালোবাসা ও দায়িত্বের জায়গা থেকেই গানটি করা।
উল্লেখ্য, শৈশব থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত চট্টগ্রামের মেয়ে রাত্রি চৌধুরী। চট্টগ্রামের লোকাল ব্যান্ড দল ‘ইন চিটাগাং ব্যান্ড’-এ লিড ভোকালিস্ট হিসেবে কাজও করেন তিনি। এরপর মিক্সড অ্যালবামসহ বেশকিছু জনপ্রিয় গানের কাভার করেন রাত্রি। স্টেজ শোতেও সফল তিনি।