
সাইফুল ইসলাম মুকুল,রংপুর প্রতিনিধি: রংপুর নগরীর কাচারি বাজার এলাকায় বিআরটিএ অফিসের আশেপাশে অভিযান চালিয়ে ৬ দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ।
রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দেলোয়ার হোসেন, মাঃ আঃ রশিদ, লিটন সরকার, রিজাউল করিম রাজু, হুমায়ন কবির, হুমায়ন কবির, আল-আমিন হোসেন। তাদের বাসা রংপুর নগরীর বিভিন্ন এলাকায়।
এসময় তিনি জানান, উক্ত দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটর ও ড্রাইভিং রেজিঃ করতে আসা আগত সেবা গ্রহিতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারী অফিসের ডেস্কে বসে কাজ করা, অবৈধ ভাবে টাকা দাবি করতো। সেখানে উপস্থিত সেবা নিতে আসা লোকদের কাছ থেকে দালালদের বিরুদ্ধে উক্ত অভিযোগগুলো পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।