
মো: আব্দুল আজিজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ২শ ৯৯ পিচ এ্যাম্পল ও ১শ ১৭৬ বোতল ফেন্সিডিল সহ এক জনকে গ্রেফতারকরেছে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হাকিমপুর (হিলি) সীমান্তের চুড়িপট্টি এলাকার জিলাপিপট্টি গ্রামের শের আলীর ছেলে ইব্রাহীম আলী (২০)।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় হাকিমপুর (হিলি) উপজেলার জিলাপিপট্টি গ্রামে শের আলীর নিজ বাড়ি থেকে পুলিশ মাদকদ্রব্যগুলো উদ্ধারসহ ইব্রাহীমকে (২০) আটক করে।
হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার সহ সঙ্গী ফোর্স নিয়ে চুড়িপট্টি এলাকার জিলাপিপট্টি গ্রামের শের আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে পেঁয়াজের বস্তায় রাখা ২শ ৯৯ পিচ এ্যাম্পল ও ১শ ৭৬ বোতল ফেন্সিডিলসহ ইব্রাহীম আলীকে হাতনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।