
স্পোর্টস আপডেট ডেস্কঃ করোনাভাইরাসের কারণে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। জানুয়ারির শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের সফরের মধ্য দিয়ে এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আগামী ১০ জানুয়ারি রাজধানী এসে পৌঁছাবে জেসন হোল্ডার বাহিনী। দীর্ঘ ভ্রমণ ক্লান্তির পর বাংলাদেশে এসে সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকবে তারা। ১৮ জানুয়ারি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
২০শে জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুইটি ম্যাচ (২০ ও ২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে ২৫শে জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
২৮ থেকে ৩১ জানুয়ারি একমাত্র চারদিনের প্রস্তুতি ম্যাচ সহ ৩রা ফেব্রুয়ারি প্রথম টেস্টে চট্টগ্রাম। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১১ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজের সফরসূচিঃ
১০ জানুয়ারি-বাংলাদেশে আগমন
১৮ জানুয়ারি-প্রস্তুতি ওয়ানডে ম্যাচ (সাভার, বিকেএসপি)
২০ জানুয়ারি-প্রথম ওয়ানডে (মিরপুর, শেরে বাংলা স্টেডিয়াম)
২২ জানুয়ারি-দ্বিতীয় ওয়ানডে (মিরপুর, শেরে বাংলা স্টেডিয়াম)
২৫ জানুয়ারি-তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)
২৮-৩১ জানুয়ারি: চারদিনের প্রস্তুতি ম্যাচ (চট্টগ্রাম, এম এ আজিজ স্টেডিয়াম)
৩-৭ ফেব্রুয়ারি: প্রথম টেস্ট (চট্টগ্রাম, জহুর আহদে চৌধুরী স্টেডিয়াম)
১১-১৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় টেস্ট (মিরপুর, শেরে বাংলা স্টেডিয়াম)