
মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিয়া ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পদত্যাগের বিষয়টি তিনি নিজেই এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০১ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে ফরিদ মিয়া জড়িত, মির্জাপুর কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার পদত্যাগের বিষয়টি নিয়ে বিএনপির নেতারা ও ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সভাপতি সালে মোহাম্মদ শাফী ইথেন মুঠোফোনে বলেন, ফরিদ মিয়ার পদত্যাগ পত্রটি এখনো হাতে পায়নি। তবে কিজন্য সে পদত্যাগ করবে আমার বুঝে আসে না।