
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরবর্তী জেলে পল্লীর শিশুদের করোনাকালে শিক্ষায় যুক্ত রাখা ও জীবনযাত্রার মান উন্নয়নে এক টাকায় শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য মিনি মার্কেট অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় কতিপয় উদ্যোক্তা তরুণদের সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভোলমারা জেলে পল্লীতে এ এক টাকার মিনি মার্কেট কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক (পিরোজপুর) প্রতিনিধি ও আলোকচিত্রী দেবদাস মজুমদার এ মিনি মার্কেট কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তরুণ কবি মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, প্রবীণ জেলে চাঁন মিয়া হাওলাদার, কৃষক মারুফ হোসেন, হাতেখড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র মিস্ত্রী, সাধারণ সম্পাদক সৌরভ হাওলাদার নীল, সামাজিক উদ্যোক্তা জয় হাওলাদার, বেল্লাল খান , সুস্মিতা অধিকারি প্রমূখ।
শেষে এক টাকায় জেলে শিশুদের শিক্ষা উপকরণ ক্রয়ের মিনি মার্কেট অনুষ্ঠিত হয়। এতে শিশুরা এক টাকায় বিভিন্ন প্যাকেজে শিক্ষা উপকরণ হিসেবে বই, খাতা, কলম, পেন্সিল, ছবি ও ছড়ার বই, অংকন খাতা, রঙ, পানির পটসহ টিফিন বক্স ক্রয় করে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্ত্রন্দ্র মিস্ত্রী সজিব জানান, হাতে খড়ি ফাউন্ডেশনের উপকূলের সকল জেলে পল্লীর শিশুদের দোর গোড়ায় এক টাকায় শিক্ষা উপকরণের মিনি মার্কে কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে। যাতে সুবিধাবি ত শিশুরা এ করোনাকালে শিক্ষা থেকে ঝড়ে না পড়ে।
উল্লেখ্য তরুণ উদ্যোক্তাদের সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশন ২০১৮ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি উপকূলীয় এলাকার জেলে শিশুদের জীবনযাত্রার মান উন্নয়নে স্বেচ্ছাশ্রমে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এর স্বীকৃতি হিসেবে সংগঠনটি এবার জয়বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড অর্জন করেছে।