
স্পোর্টস আপডেট ডেস্কঃ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল জিততে গাজী গ্রুপ চট্টগ্রামের দরকার ১৫৬ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে জেমকন খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই উইকেট খোয়ায় খুলনা। ওপেনার জহুরুল ইসলামকে তুলে নেন নাহিদুল ইসলাম। দ্বিতীয় উইকেটে নামা ইমরুল কায়েসও এদিন ব্যর্থ। মাত্র ৮ রানে নাহিদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
আরিফুল হককে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার জাকির হাসান। কিন্তু তারাও সুবিধা করতে পারেননি। জাকির ২৫ এবং আরিফুল করেন ২১ রান।
বিপর্যয়ে পড়া দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। একাই লড়াই চালিয়ে যান তিনি। যোগ্য সঙ্গীর অভাবে বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও লড়াইয়ের পুঁজি নিয়েই মাঠ ছাড়েন ৭০ রানে অপরাজিত থেকে।
চট্টগ্রামের হয়ে নাহিদুল দুটি, শফিউল দুটি, মোসাদ্দেক ও মোস্তাফিজুর রহমান একটি করে উইকেট নেন।
জেমকন খুলনার একাদশ: মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, জাকির হাসান, জহুরুল ইসলাম ও মাশরাফি মোর্ত্তজা।
গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, নাদিফ চৌধুরী ও রাকিবুল হাসান।