
সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ কুষ্টিয়ায় ব্রিটিশ শাসনবিরোধী সশস্ত্র সংগ্রামের বাঙ্গালি বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এক যুবলীগ নেতাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আটককৃতরা হলেন, কয়া কলেজ পরিচালনা পরিষদের সভাপতি নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুন অর রশীদ, নৈশপ্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য মোট চার জনকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে চার জনকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানায় ওসি।
উল্লেখ্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী, যিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মেছিলেন বলে বাংলাদেশ সরকারি তথ্য বাতায়নের বলা হয়েছে। এর আগে কুষ্টিয়াতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিল।