
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল মোর্শেদ রাজু নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
রাজু দেবীগঞ্জ পৌরসদরের বাবুপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শফিউল আলম প্রধানের ছেলে। মঞ্জুর মোর্শেদ রাজু দেবীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, শনিবার দেবীগঞ্জ নিজ বাসা থেকে পার্শ্ববর্তী বোদা উপজেলার সাকোয়া যাওয়ার পথে চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলি এলাকায় রাত সোয়া ১২ টায় কুয়াশার কারণে দেখতে না পেয়ে সড়কে থেমে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন রাজু। স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।