
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ভারতের মাটিতে ধর্মের কোনো বিভেদ নেই। ধর্মের নামে এদেশে কাউকে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস এই স্লোগানে ভর করেই এগিয়ে চলেছে আজকের ভারত।’
মঙ্গলবার ভারতের ঐতিহ্যবাহী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) শতবর্ষ উদযাপনের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।
১৯৬৪ সালে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী শেষবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ভারতের আর কোনো প্রধানমন্ত্রী এই বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে যোগ দেননি। দীর্ঘ ৫৬ বছর পর মোদি তা করলেন। সমাবর্তনে ভিডিওকলের মাধ্যমে যোগ দিয়ে বক্তব্য দেন তিনি।
মোদি বলেন, ‘ধর্ম সমাজের একটি অংশ। তবে একমাত্র দিক নয়। ভারতের উন্নতিতে কিছু অশুভ শক্তি বাধা দিচ্ছে। কিন্ত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বরাবরই আধুনিক মুসলিম সমাজ গঠনে কাজ করে চলেছে।’
মোদি বলেন, ‘আমাদের সরকার তিন তালাক প্রথা বাতিল করে আধুনিক মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মুসলিম নারীদের ক্ষমতায়নে বিশেষ জোর দিচ্ছে ভারত সরকার। আপনারা যদি দেখেন, সরকার গেল ছয় বছরে প্রায় ১ কোটি মুসলিম নারীকে বৃত্তি দিয়েছে। লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য হওয়া উচিত নয়, প্রত্যেকের সমান অধিকার রয়েছে এবং সবারই দেশের উন্নয়নের সুবিধা পাওয়া উচিত।’
ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ভারতের দিকে এখন সারা বিশ্ব চেয়ে রয়েছে। প্রতিটি নাগরিককে ধর্মের বিভেদ ভুলে দেশের উন্নতিতে অবদান রাখতে হবে। ভারতের সৌন্দর্য ও ব্যাপ্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে তুলে ধরাটাই শিক্ষার্থীদের দায়িত্ব। সেই সঙ্গে নিজেদের সম্মান বাড়াতে হবে।’