
অসীম কুমার সরকার, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ৮২৫ পিস ইয়াবাসহ বাবু শেখ(৪৩) নামে একজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টায় গোদাগাড়ী থানাধীন পিরিজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত বাবু শেখ গোদাগাড়ী থানাধীন চর নওশোরা পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
মঙ্গলবার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইন্সপেক্টর আতিকুর এর নেতৃত্বে ডিবির একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় রাজশাহী গোদাগাড়ী থানাধীন পিরিজপুর নামক এলাকা থেকে ৮২৫ পিস ইয়াবাসহ বাবু শেখ নামে একজনক মাদকব্যবসায়ীকে আটক করে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।