
আবদুল্লাহ রিয়েল, ফেনী প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের আসরে দু’পক্ষের সংঘর্ষে বরসহ আহত হয়েছেন ১৫ জন। শুক্রবার পৌর শহরের সাবেক এনা কাউন্টারে নির্মিত কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে সাহেদা আক্তার রিয়ার সাথে দাগনভূঁঞা উপজেলার পূর্ব জয় নারায়ণ গ্রামের সার্জেন্ট অবঃ শাহাবুদ্দিনের পুত্র ইফতেখার উদ্দিন (৩০) এর বিবাহোত্তর অনুষ্ঠান চলাকালে গেট এবং স্টেজ না দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এনিয়ে বরপক্ষের লোকজন চেয়ার টেবিল, গ্লাস, কাচের বোতল ও প্লেট ভাংচুর করলে দু’গ্রুপের ধাওয়া পালটা ধাওয়ার সংঘর্ষ হয়।
এতে আহত হয় বর ইফতেখার উদ্দিন, তার পিতা সার্জেন্ট (অবঃ) শাহাবুদ্দিন, মাতা রহিমা খাতুন, তার বোন উম্মে সালমা, উম্মে আসমা, ভগ্নীপতি কাজী আব্দুর রহিম, ডাক্তার জিয়া উদ্দিন, বোনের শ্বশুর ওয়ালী উল্যাহ, বড় ভাই সালাউদ্দিন, ভাগিনা কাজি আব্দুল মজিদ, কনের মামা আবুল কালাম, খালাতো ভাই আনোয়ার হোসেন ও মামা মানিক সহ প্রায় ১৫ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, বড় ধরনের সংঘাত এড়াতে খবর পেয়ে ঘটনাস্থলে থানার পরিদর্শক আইয়ুব খানসহ বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।