
সময়ের কণ্ঠস্বর ডেস্ক- রাজধানীর নিবেদিতা শিশু হাসপাতালের পরিচালক ডা. এস এম আনোয়ারুল করিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সোয়া ২টায় তার মৃত্যু হয় বলে নিবেদিতা শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা খাজা আহম্মেদ জানিয়েছেন।
তিনি শুক্রবার রাতে জানান, গত ১২ ডিসেম্বর ডা. আনোয়ারুল করিমের কোভিড-১৯ ধরা পড়ে। এরপর থেকে তিনি আজগর আলী হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
“কোভিড-১৯ ধরা পড়ার পরই স্যারকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ মারা গেলেন। আমরা ধারণা করছি, রোগী দেখতে গিয়েই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তিনি এখানে অফিস করতেন আর বাসার পাশের একটা চেম্বারেও রোগী দেখতেন।”
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র হিসাবে, এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন চিকিৎসক। আক্রান্ত হয়েছেন ২৮৮৫ জন চিকিৎসক।