
সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৯৭৮২ এরমধ্যে পুরুষ ভোটার ৯৭২২ এবং মহিলা ভোটার সংখ্যা ১০০৬০।
সকালে বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে তা বাড়তে শুরু করে।
এবছর পৌর নির্বাচনে পৌরনির্বাচনে মেয়র পদে ৪ জন ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০ জন ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে আর ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় কারচুপির কোনো সুযোগ নেই।