
বিনোদন ডেস্কঃ অভিনেত্রী অপি করিম ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের সংসারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার সকালের রাজধানীর এক হাসপাতালে কন্যার জন্ম হয়েছে বলে জানান অপির মা শাহনা আরা করিম।
রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।
স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। এই দম্পতির প্রথম সন্তান এটি।
এ বিষয়ে নির্মাতা অমিতাভ রেজা বলেন, ‘বিষয়টি সত্যি। আজকেই তারিখ ছিল। অপেক্ষায় ছিলাম নতুন অতিথির। আমি খুব খুশি হয়েছি। আমার (জয়গুনবিবি) অপি করিম মা হয়েছে। তাকে ও তার কন্যাকে অভিনন্দন।’