
আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস ভ্যাকসিনের জরুরি ব্যবহারের বৈধতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও। এক বছর আগে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এই প্রথম কোনও টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও।
ডব্লিউএইচও’র শীর্ষ মুখপাত্র মারিয়াঞ্জেলা সিমাও বলেন, ‘বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন পাওয়ার পথে এটি খুবই ইতিবাচক পদক্ষেপ। তবে আমি গুরুত্বের সঙ্গে বলতে চাই, বিশ্বব্যাপী জনগোষ্ঠীর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় টিকা সরবরাহের জন্য আরো বৃহৎ বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন।’
এছাড়া বিশ্বের যেসব দেশে করোনার ভ্যাকসিন প্রয়োজন তাদের জন্য ভ্যাকসিন সংগ্রহে ইউনিসেফ ও পান-আমেরিকান হেলথ অর্গাইনেশনকে সক্ষম করে তোলা হবে বলে ডব্লিউএইচও জানিয়েছে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো নতুন করোনাভাইরাস সার্স-সিওভি-২ শনাক্ত করে চীন। এরপর সেটি বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে। কিন্তু করোনা ছড়িয়ে পড়ার এক বছর পর বিশ্বে এখন ৮ কোটি ৩০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৮ লাখের বেশি মানুষের।
গত ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর বিশ্বের বিভিন্ন দেশ এই টিকা প্রয়োগের অনুমোদন দেয়। টিকাটির জরুরি বা সাধারণ ব্যবহারের জন্য এখন পর্যন্ত প্রায় ৫০টি দেশ অনুমোদন দিয়েছে।