
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত ‘নবী মুসা’ মসজিদে ডিজে পার্টি করার অভিযোগে দেশটির শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। সেখান থেকেই ডিজে সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেফতার করে ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা বাহিনী।
নবী মুসা স্থানটি মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। বিশ্বাস করা হয়, এই স্থানটিতেই মুসা (আ) কে কবর দেয়া হয়েছিল। এদিকে মসজিদে আয়োজিত ডিজে পার্টির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।
ড্যান্স পার্টির আয়োজকরাই এর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। এতে দেখা যায়, কয়েকজন তরুণ-তরুণী ‘নবী মুসা মসজিদের’ ভেতরে উচু আওয়াজে পশ্চিমা সংগীতের সুরে গাইছে ও নাচছে৷ এর মধ্যেই পরিবেশন করা হচ্ছে মদ।
এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ। এতে জড়িত প্রমাণিত হলে সবারই শাস্তি পেতে হবে বলেও ফিলিস্তিন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।