
স্পোর্টস আপডেট ডেস্কঃ নতুন বছরে নিজের পরিবারে নতুন অতিথির আগমণের সংবাদ জানালেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।
ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশিরও।
সাকিব ও শিশির বিয়ে করেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ই নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি।
গত বছরের ২৪শে এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।