
রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শাহজাদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মনির আক্তার খান তরু লোদী।
শনিবার (০২ জানুয়ারী) সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবনির্বাচিত মেয়র মনির আক্তার খান তরু লোদীর নিজস্ব অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আনু লোদী, কেএম হাবিবুল হক সাব্বির, ২নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর তৌহিদুল ইসলাম এ্যাপোলো, সাবেক ছাত্রলীগ নেতা ইসলাম শেখ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক অনিক আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত লোদী প্রমুখ।