
মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) থেকেঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল দক্ষিণ পাড়া এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ১৮ টি কয়লা তৈরির চুল্লি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০২ জানুয়ারি) বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ১৮ টি চুল্লি ধ্বংস করা হয়। অভিযানকালে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাশঁতৈল দক্ষিণ পাড়া এলাকায় অবৈধভাবে বনের কাঠ পুড়িয়ে কয়লা চুল্লির অপরাধে বাঁশতৈল গ্রামের মো. মোহাম্মদ আলীর ছেলে মো. বিল্লাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ১৮ টি চুল্লি ধ্বংস এবং এক অসাধু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের সম্পদ রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবেও জানান তিনি।