
কামরুজ্জামান মিন্টু, ষ্টাফ রিপোর্টার- ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও বাসের চালক পালিয়েছে।
রবিবার (৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার কাশিগঞ্জ (গাছতলা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, নেত্রকোনা থেকে ঢাকায় যাচ্ছিলো শাহজালাল বাস। একটি সিএনজি ছয়জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার পথে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ ৭জন নিহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।