
সাতক্ষীরা প্রতিনিধিঃ মাছের ঘের থেকে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের মল্লিকপাড়ায় মজুমদারের খালের পাশের একটি মাছের ঘের হতে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম রিংকু মল্লিক(২২)। তিনি মল্লিকপাড়া গ্রামের জব্বার মল্লিকের ছেলে।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকাত আলী বলেন, সপ্তাহখানেক আগে ওই ছেলে নিখোঁজ হয়। আজ সকালে হঠাৎ তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দিন বলেন, মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত একজন যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরিবারের ভাষ্যমতে রিংকু মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল। তবে কীভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খতিয়ে দেখছে।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।