
আন্তর্জাতিক ডেস্ক- ভারতের মহারাষ্ট্রের ভান্ডারা জেলার একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ওই হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিটে আগুন লাগে। এসময় আরও ৭ শিশুকে উদ্ধার করা হয়েছে।
হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, শনিবার মাঝরাতে হঠাৎই হাসপাতালে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রথমে নজরে আসে এক নার্সের। হাসপাতালের সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন তিনি। এরপরই সিক নিউ বর্ন কেয়ার ইউনিট থেকে সদ্যোজাত শিশুদের উদ্ধারে কাজ শুরু হয়।
জানা গেছে, হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তারা হাসপাতালের কর্মীদের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারায় ১০ শিশু।
মৃত নবজাতকদের বয়স ছিল এক থেকে তিন মাসের মধ্যে, জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসক।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
১০ নবজাতকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ ঘটনাকে ‘হৃদয় বিদারক’ বলেও অভিহিত করেছেন তিনি।
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।