
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- পুলিশি বাধায় টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। বাধা পেয়ে শান্তিকুঞ্জ মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারীর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বুধবার (১৩ জানুয়ারি) সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। বাঁধা পেয়ে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ও শ্রমিক নেতা একে এম মনিরুল ইসলাম মনির, জেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মামুন সিদ্দিকী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি আবিদ হোসেন ঈমন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।