
মহসিন মিলন, বেনাপোল প্রতিনিধি- যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার লক্ষণপুর খামারপাড়া মোড়ে বালি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জোহরা খাতুন (৪৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় খামারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সে খামারপাড়া লক্ষণপুর গ্রামের ইমাম হোসেন কটার স্ত্রী। ঘাতক ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট-২০–৯২০১।
শার্শা গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এজাজুর রহমান জানান, বালি ভর্তি ট্রাকটি ঘোরানোর সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জোহরা খাতুন মারাত্মক আহত হন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ বর্তমানে হাসপাতালের মর্গে আছে। ঘাতক ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে শার্শা থানায়।