
ফরহাদ আকন্দ, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতীকের মো. মুকিতুর রহমান রাফী ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী বিএনপির মো. ফারুক আহম্মেদ ভোট পেয়েছেন ৫ হাজার ৪৯৪টি। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫ হাজার ৩৯টি।
শনিবার (৩০ জানুয়ারী) রাত ৯ টার দিকে বে-সরকারিভাবে নির্বাচিত মেয়র হিসাবে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন রিটানিং অফিসার আব্দুল মোত্তালিব।
এর আগে গাইবান্ধার পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর পৌর নির্বাচনে নৌকার প্রার্থীদের ডুবিয়ে জয় লাভ করেন স্বতন্ত্র প্রার্থীরা।
গোবিন্দগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফী। তিনি নারিকেল গাছ প্রতীকে ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।