
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দড়ানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটর সাইকেল চালক সখিপুরের বাইটকা পশ্চিমপাড়া এলাকার গোপাল সরকারের ছেলে গৌরাঙ্গ সরকার (৪৫)।
পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল চালক বাড়ি থেকে পাথরঘাটার বাজারের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছালে ইট ভর্তি ট্রাকের (টাঙ্গাইল ট-০২-০৫২৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। ট্রাকের চালক ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার এসআই মো. নাসিরুজ্জামান বলেন, ‘লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।’