
সময়ের কন্ঠস্বর ডেস্ক: চট্টগ্রামে বালুভর্তি ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পালিয়ে গেছেন চালক।
বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালুবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
এদিকে দুপুরে নিহত তিন জনের লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়।