
স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকার ফরিদ মেম্বারের ছোট ভাই আব্দুল আলীর বাড়ী থেকে জুয়া খেলার অপরাধে ১৭ জুয়ারিকে আটক করেছে হোতাপাড়া জয়দেবপুর থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়।জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আটক ১৭ জন জুয়ারিকে থানায় এনে জিজ্ঞাসাবাধ করেন ওসি।
জুয়ারিরাদের দেয়া ভাষ্যমতে, প্রকাশ্যে-অপ্রকাশ্যে বাড়ি ভাড়া নিয়ে চলে রমরমা জুয়ার আসর। সেখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলে। এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ আরো জানান আটককৃত ১৭ জন জুয়ারিরা বাড়ি ভাড়া নিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় আটক করা হয়েছে। তাদেরকে মামলার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।