
বিনোদন ডেস্ক- কলকাতার মোড়ে মোড়ে এখন জ্বলজ্বল করছে বাংলাদেশের মোশাররফ করিমের সিনেমার পোস্টার। দেশের সীমানা ছাড়িয়ে প্রথমবারের মতো কলকাতার স্থানীয় সিনেমায় অভিনয় করলেন তিনি।
সিনেমাটির নাম ‘ডিকশনারি’। যা নির্মাণ করেছেন পশ্চিম বঙ্গের দাপুটে অভিনেতা, নাট্য নির্দেশক ও চলচ্চিত্র নির্মাতা ব্রাত্য বসু। মোশাররফ করিম ছাড়াও এতে আরো অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি, নুসরাত জাহান ও পৌলুমী বসু।
‘ডিকশনারি’ কলকাতায় মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি (শুক্রবার)। তার আগে থেকেই চলছে জোর প্রচারণা। মোশাররফ নিজেও প্রচারণায় অংশ নিতে বুধবার সকালে সেখানে গেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার।
জানা গেছে, কলকাতার মোট ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডিকশনারি’। ছবিটি নিয়ে আশাবাদী সবাই। বিশেষ করে ছবির ট্রেলার প্রকাশের পর যে সাড়া পেয়েছেন, তাতেও মুগ্ধ সবাই।
এদিকে ট্রেলার মুক্তির পর ইউটিউবেও দেখা গেছে মোশাররফ করিমের জয়জয়কার। ট্রেলারের নিচে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুই বাংলার ভক্তরা।
বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। গল্প দুটির মতোই ছবিতেও দুটি স্তরে কাহিনী উঠে আসবে। আবির-নুসরাতকে দেখা যাবে স্বামী-স্ত্রীর ভূমিকায়। এ অংশটি ‘স্বামী হওয়া’ গল্পকে কেন্দ্র করে, অন্যদিকে ‘বাবা হওয়া’ গল্প অবলম্বনে পৌলমী-মোশারফের কাহিনী দেখানো হবে।