
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় হত্যা মামলার এক পালাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে সালথা থানা ওসি তদন্ত সুব্রত গোলদারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া ইমরান ফকির (২৮) উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মৃত মজিদ ফকিরের ছেলে। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারী) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সালথা থানা ওসি তদন্ত সুব্রত গোলদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া নিজ বাড়ি থেকে ইমরান ফকিরকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে আরো ২টি জিআর পরোয়ানা ভুক্ত মামলা রয়েছে।