
কামরুজ্জামান মিন্টু, স্টাফ রিপোর্টার- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ময়মনসিংহে হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। পূজামন্ডপে পূজার্থীরা দেবীর সামনে মায়ের পায়ে ভক্তি সহকারে পূস্পাঞ্জলী প্রদান করছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যাদেবীর কৃপালাভের আশায় নগরীর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পারিবারিকভাবে ঘরে ঘরে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
পূজা শেষে শিশুদের হাতে খড়ি দেন রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। পূজায় পুরাহিত ছিলেন শ্রী বরুণ ভট্টাচার্য্য। পূজা মন্ডপগুলোতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে, সকালে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। জেলার সকল পূজা মন্ডপে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়।