
নয়ন দাস, স্টাফ রিপোর্টার, শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় নিজ শিশু কন্যাকে (০৮) ধর্ষণের অভিযোগে লম্পট এক পিতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার দক্ষিণ ভাষানচর এলাকা থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় মেয়ের খালা বাদী হয়ে পালং মডেল থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেছেন।
আটককৃত ব্যক্তির নাম ফারুক বেপারী (৪৫)। সে বারিশাল জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ শরীয়তপুরের আংগারিয়ার নদীরপাড় এলাকায় ভাড়া বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির মা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকার সুযোগে বাবা ভয়ভীতি দেখিয়ে গত একবছর যাবত তাকে ধর্ষণ করে আসছিল। পরিবারে তার এক ছোট ভাই ছাড়া কেউ নেই। প্রতিদিন রাতে মেয়েটিকে জোরপূর্বক ব্যবহার করার চেষ্টা করলে বাঁধা দিত। একপর্যায়ে ঘটনাটি স্থানীয় মাঝে প্রকাশ পেলে বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে তাকে পুলিশ আটক করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত ওই ব্যক্তি।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলামউদ্দিন বলেন, নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে ওই পিতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।