
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলে বিশিষ্ট রাজনীতিবিদ ও শ্রমিক নেতা মোহাম্মদ আলীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে টাঙ্গাইল ক্লাবের মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল হক মহনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ভূঞাপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট খালেক মন্ডল, সাদৎ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, কুলিমজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু উদয় লাল প্রমুখ।
এসময় বিভিন্ন রাজনীতি বৃন্দ, হক বিড়ি শ্রমিকের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।