
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িসহ ৯ জনকে গ্রেফতার করেন।
রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন লাভা চান্দেরকান্দা এলাকার মৃত. মিয়া হোসেনের ছেলে আনোয়ার হোসেন খান (২৫), মৃত. দুলাল হোসেনেরে ছেলে সেলিম (৩৫), আবু হানিফের ছেলে শফিকুল ইসলাম(২৫), মৃত আলকাস আলীর ছেলে সাধু (৪০), মজিদবাড়ির এলাকার মৃত আ: হামিদের ছেলে আবুল কাসেম (৪৬), শরাফত আলীর ছেলে আলমগীর (২৮), বড়পাগলা এলাকার আবুল হকের ছেলে ফারুক (২৫), রামেরকান্দি এলাকার মৃত. আক্কাস আলীর ছেলে লুৎফর রহমান (৪৫) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত শিববাড়ি এলাকার সোহরাব আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নকলা থানা পুলিশ সোমবার রাতে রাত্রিকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।