
রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী রুবেল নামের এক যুবকককে পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
আটককৃত গোলাম রাব্বানী রুবেল উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যপরাণ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান নেতৃত্বে এস,আই জাহাঙ্গীর আলম, এস,আই সেলিম রেজা, এস.আই শামছুল হক ও সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিরাম ইউনিয়নে অভিযানে নামেন থানা পুলিশ
এ সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে গোলাম রাব্বানী রুবেল মিয়ার ঘর হতে একটি অবৈধ পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে গোলাম রাব্বানী রুবেল মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান সময়ের কণ্ঠস্বরকে জানান, গ্রেফতারকৃত গোলাম রাব্বানী রুবেলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।