

এস.কে খগেেশপ্রতি চন্দ্র খোকন, লামা প্রতিনিধি- বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে বেবি আকতার (২৬) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত বেবি আকতার ওই এলাকার মো. সোলায়মানের কন্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হারেছ মিয়া।
তিনি বলেন, ‘গভীর রাতে একদল বন্যহাতি সোলায়মানের বাড়িতে আক্রমণ করে। এ সময় বাড়ির সবাই নিরাপদ আশ্রয়ে গেলেও হাতির সামনে পড়ে যায় বেবি আকতার। এতে বন্যহাতির দল তাকে আক্রমণ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বন্যহাতি তাণ্ডব চালিয়ে পাঁচটি বসতবাড়ি ভেঙে দিয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।