

মামুনুর রশিদ, ত্রিশাল( ময়মনসিংহ )প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে সালমান(১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ত্রিশাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের নওধার নদীরপাড় এলাকার শাহজাহান মিয়ার ছেলে সালমান পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন।।
এলাকাবাসী সূত্রে জানা যায়,শনিবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে খেলাধুলা শেষে বাড়িতে এসে তার মায়ের নিকট খাবার চায় সালমান। তার মা গোসল করে দুপুরের খানা খেতে বলেন। সে গোসল করার জন্য পুকুরে নেমে পানিতে ডুব দেওয়ার পর সালমানের খোঁজ পাওয়া যায়নি।
এলাকাবাসী পুকুরে অনেক খোজাখোজির পর পানির নিচ থেকে শিশু সালমানের নিথর দেহ উদ্ধার করে।
পানি থেকে তুলে এলাকাবাসী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সালমানকে মৃত বলে ঘোষনা করেন।
শিশু সালমানের মৃত্যতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।