

রাজু আহমেদ, স্টাফ রিপোর্টার: রাজধানীর নিকটবর্তী সাভারে একটি চলন্ত প্রাইভেটকারে যান্ত্রিক ত্রুটি থেকে সৃষ্টি হওয়া অগ্নিকাণ্ডে মুহূর্তই পুড়ে গেছে একটি প্রাইভেটকার।
১ লা মার্চ (সোমবার) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যস্ততম এলাকা সাভার বাজার বাসস্ট্যান্ডে এই আকস্মিক দূর্ঘটনা ঘটলেও কোন হতাহত হয়নি কেউই।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি মিডিয়াম গতিতে আরিচার দিকে যাচ্ছিলো। দেখতে দেখতে হঠাৎ করেই আগুন লেগে যায় গাড়িটিতে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম জানান,দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে ততক্ষণে পুড়ে যায় প্রাইভেটকারটি। ফায়ার সার্ভিসের প্রাথমিকভাবে ধারণা, এসির কমপ্রেসার ওভার হিট হয়ে প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়।
এই ঘটনায় কোন হতাহত না হলেও ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে প্রায় ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় যানটজের। পরে পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টার মধ্যেই যানচলাচল স্বাভাবিক হয়।