

জে.জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালারপোল এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি পাথরবাহী ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা দুজন শ্রমিক। উদ্ধার হয়েছেন বাকিরা।
মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কুয়াশার কারণে নৌকার মাঝি পথ চিন্তে ভুল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আজিজুল ইসলাম।
তিনি বলেন, ‘ভোর ৪টার দিকে কালারপোল এলাকার একটি ট্রলারডুবির সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ঘটনায় ট্রলারে থাকা দুজন এখনও নিখোঁজ রয়েছেন এবং ২৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।