

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০২ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকা থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত উপজেলার আজগানা ইউনিয়নের মাটিয়াখোলা চিতেশ^রী গ্রামের আব্দুর রউফ সরকারের ছেলে রাব্বি সরকার (২৬) বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. ফয়েজ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে বাঁশতৈল ইউনিয়নের হোসেন মার্কেট এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. ফয়েজ উদ্দিন জানান, ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকের মামলা প্রক্রিয়াধীন। আজ বুধবার তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হবে।