

মামুনুর রশিদ, ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি: তুলা পাতি খেলতে গিয়ে শরীরে পরিহত জামা কাপড়ে আগুন লেগে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিষ্ণু ঋষির শিশু কন্যা নুপুর (৬)। মৃত্যুর খবর শুনে শিশু কন্যা নুপুরের প্রতিবন্ধী বোবা মা মিনার আহাজারিতে কান্নার রোল পড়েছে।
এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালের ঋষি বাড়িতে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল পৌরসভা ৫ নং ওয়ার্ডের ভাটিপাড়া এলাকার ঋষি বাড়ির দুই শিশু বাড়ির পিছনে তুলা পাতি খেলতে যায় ।
খেলার এক পর্যায়ে অসাবধানবশত নুপুরের শরীরে আগুন লেগে যায়। ঘটনাটি টের পেয়ে পরিবারের লোকজন নুপুরের গায়ে পানি ও ডিম ভেঙ্গে দেয়।
আগুনে দগ্ধ শিশু নুপুর ছটফট করতে থাকা অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক ভেবে তাকে ঢাকায় রেফার্ড করা হয় । শুক্রবার ভোর রাত্রে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশু মেয়ে নুপুর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ঘটনাটি ঋষিপাড়ায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান শিশুরা তুলা পাতি খেলা অবস্থায় অসাবধানতাবশত শিশু নুপুরের শরীরে আগুন লেগে যায়, এতেই তার মৃত্যু হয়।