

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি- শেরপুরের নকলায় ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ মার্চ) গভীর রাতে নকলা পৌর শহরের বাজারদী এলাকায় পাকা রাস্তা সংলগ্ন সাইফুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে ওই ইয়াবা উদ্ধার এবং জড়িতদের আটক করে নকলা থানা পুলিশ।
আটককৃতরা হলেন- পৌর শহরের বাজারদী মহল্লার মৃত নুর মোহাম্মদের ছেলে অহেদ আলী (৫২) ও উপজেলার বানেশ্বর্দী গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র সাইদ আহাম্মেদ সানি (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস গোলাপি রংয়ের ইয়াবাসহ অহেদ আলী ও সাইদ আহাম্মেদ সানিকে আটক করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে নকলা থানায় মামলা হয়েছে।