

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৪৬ টি সাপসহ দুজন সাপুড়েকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
পরে রাতেই বিজিবি পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের পুলিশের নিকট হস্তান্তর করে।
এর আগে গতকাল শুক্রবার ৫ মার্চ সন্ধ্যায় ভারত থেকে এগুলো নিয়ে বাংলাদেশে এলে উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর সীমান্তে তাদের আটক করা হয়।
বিজিবি ও থানা পুলিশ জানা গেছে, ওই সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ৪ টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম (২১) ও রাকিব (২৫) বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪৬ টি সাপসহ আংটির ১৪০ টি পাথর এবং ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা ঢাকা সাভারের পোড়াবাড়ি এলাকার বাসিন্দা।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদেরকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠনো হয়েছে। আদালতের আদেশে সাপ গুলোকে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের পাঠানো হয়েছে।