

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আমার চেষ্টা ছিল প্রতিষ্ঠান হিসেবে দুদককে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। আমি চেষ্টা করেছি। তবে আমি তৃপ্ত নই। জনগণের আস্থার প্রতিদান সেভাবে দিতে পারিনি। জন-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তবে একটি বার্তা দিতে পেরেছি যে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
সোমবার (০৮ মার্চ) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বিদায়ী সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুদক চেয়ারম্যান হিসাবে তৎকালীন চেয়ারম্যান মোঃ বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হন। তিনি দুদকের চতুর্থ চেয়ারম্যান হিসাবে আগামী মঙ্গলবার (৯ মার্চ) তার মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হবেন মঈনউদ্দীন আবদুল্লাহ।
ইকবাল মাহমুদ বলেন, ‘এক ধরনের অসন্তোষ নিয়ে বিদায় নিচ্ছি যে, আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’
দেশের ভাবমূর্তি রক্ষায় অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত পাঁচ বছর ধরে নিয়মিত কার্যক্রম পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ ছিল না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুদক বর্তমানে আরও বেশি শক্তিশালী এবং এখন আর নখদন্তহীন বাঘ হয়ে নেই।’
‘তবে, একটি কমিশনের পক্ষে ব্যাপক হারে কাজ করা সম্ভব নয়… ক্রমান্বয়ে আগামী দিনে দুদক আরও শক্তিশালী হবে’, বলেন তিনি।