

স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: গাজীপুর পিরুজালী গ্রাম থেকে এক কিশোরের রক্তমাখা লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। হত্যার শিকার কিশোরের নাম বিপ্লব হোসেন(১৪)। সে ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং নারায়নগঞ্জ রুপগঞ্জ থানাধীন জামিয়া আল সানাফিয়া মাদ্রাসার ছাএ।
মঙ্গলবার (৯ মার্চ) সকাল আটটার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা সোমবার রাতের কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে।
পিরুজালী এলাকার সাবেক মেম্বার আকতারুজ্জামান সময়ের কণ্ঠস্বরকে জানান, বিপ্লব গতকাল সোমবার বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামায আদায় করেন। তবে এশার নামাযে তাকে মসজিদে দেখেনি মুসল্লিরা। অন্যদিকে মাগরিবের নামাযা আদায় করে বিপ্লব বাড়ি ফিরেনি বলে জানিয়েছেন তার পরিবার। বিপ্লবের লাশটি বাড়ি থেকে ৬/৭শত গজ দূরে অন্যের পারিবারিক কবরস্থানের পাশে রক্তমাখা অবস্থায় পড়ে ছিল বলে জানান তিনি।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ সময়ের কণ্ঠস্বরকে জানান, খবর পেয়ে তাতক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। হত্যার শিকার বিপ্লবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা বের করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।