

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুত্রবধু ধর্ষণের অভিযোগে শ্বশুর মানিক (৪০) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (০৯ মার্চ) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক মিয়ে পুর্নিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া গ্রামের মৃত বাদুল্লা প্রাঃ এর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার পুত্রবধু বাদী হয়ে মামলা করলে রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।