

আব্দুল আজিজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় সিমেন্ট বোঝাই ট্রাক্টর উল্টে চাপা পড়ে দুলাল হোসেন (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর-সড়কের বিরল উপজেলার মোতাপুকুর ব্রাকের সামনে এই দুঘটনা ঘটে। নিহত দুলাল হোসন একই উপজেলার মাড়পুকুর গ্রামের মনসুর আলীর ছেলে।
বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) অলিয়ার রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর শহর থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক্টর বিরল শহরে আসছিল। পথিমধ্যে মোতাপুকুর নামক স্থানে ট্রাক্টরের একটি বড় চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি পাশ্ববর্তী ধান ক্ষেতে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুলাল মারা যায়। স্থানীয়রা নিহত দুলালের মরদেহ উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে যায়।
পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত করা হয়নি। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।