

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে।
আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশের আয়োজন করে।
এদিন সকাল থেকেই প্রেসক্লাব এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে সচিবালয় মোড়, কদম ফোয়ারা মোড়, পুরানো পল্টন মোড়, মৎস্য ভবন মোড়সহ প্রায় প্রতিটি মোড়েই চেকপোস্ট বসানো হয়েছে।
এ সময় অনেককেই তল্লাশি করতে দেখা গেছে। এতো বাধা-বিপত্তির কারণে বিএনপি ও এর অঙ্গসংগঠন অনেক নেতা কর্মী সমাবেশে আসতে পারেনি বলে অভিযোগ করেছে দলটির নেতারা।